মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ইউক্রেনে অভিযানের মাত্রা জোরালো করেছে রাশিয়া। শনিবার (১১ নভেম্বর) কিয়েভের যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি মস্কোর। খবর রয়টার্সের।
ক্রেমলিন বলছে, ইউক্রেনের একাধিক ট্যাংক, সাঁজোয়া যানসহ অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করেছে রুশ বাহিনী। ধ্বংস করা হয়েছে একটি ‘মিগ-টুয়েন্টি নাইন’ যুদ্ধবিমান। এর পাশাপাশি একাধিক রকেট সিস্টেম ও বেশ কয়েকটি ড্রোনও বিধ্বস্তু হয়েছে। কুপিয়ানস্ক, ক্রাসনি লাইমান, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে ইউক্রেনীয় পদাতিক বাহিনীর ওপর ব্যাপক হামলা চালানো হয়।
অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন সামরিক অবস্থানে হামলা অব্যাহত আছে। দেশটির বর্ডার গার্ড জানিয়েছে, রাশিয়ার উত্তর-পূর্ব সীমান্ত সংলগ্ন একটি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা।
/এএম
Leave a reply