চুয়াডাঙ্গায় হাসপাতালের শৌচাগার থেকে নবজাতক উদ্ধার

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চমতলার মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের এক সিনিয়র নার্সের হেফাজতে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত স্বেচ্ছাসেবী রেশমা খাতুন জানান, রাত আড়াইটার দিকে এক রোগী শৌচাগারের গেলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। পরে সেখান থেকে ওই নবজাতককে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএসএম ফাতেহ আকরাম বলেন, গভীর রাতে কান্নার শব্দ শুনে মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে নবজাতকটি উদ্ধার করে কর্তব্যরত নার্স ও স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের তত্ত্বাবধানে সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখার বাসায় রেখে ওই নবজাতকের চিকিৎসা চলছে।

হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে ওই নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply