হাজারীবাগে ২ বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

|

রাজধানীর হাজারীবাগে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের নাম জেসমিন আক্তার ও নাসরিন আক্তার। রোববার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে হাজারীবাগ থানার কালুনগর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশিরা জানান, নিহত দুই বোনই দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবু তালেব বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তারকে পড়ে থাকতে দেখি। আর নাসরিন আক্তারকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছেন তা জানা যায়নি।

নিহত দুই বোনের একমাত্র ভাই নাজির হোসেন জানান, দুই বোনেই ছিলেন মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনের মতো রোববার দুই বোন ও মাকে বাসায় রেখে নিজ কর্মস্থলে যান তিনি। কাজ শেষে বাসায় ফিরে দুই বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাজির। এ সময় বড় বোন জেসমিন আক্তারকে মৃত অবস্থায় পেলেও, ছোট বোন ছিলেন ক্ষতবিক্ষত অবস্থায়। তার ধারণা, নাসরিন বড় বোনকে হত্যার পর নিজের হাত-পায়ের রগ কেটে আত্মহত্যা করেছেন।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবু তালেব বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে দুই বোনের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply