শুধু নিন্দা আর প্রতিবাদ জানানোই নয়, ইসরায়েলের বিরুদ্ধে সত্যিকার অর্থে কঠোর ব্যবস্থা নিন। রোববার (১২ নভেম্বর) আরব নেতাদের প্রতি এ আহ্বান জানিয়েছে হামাস। খবর রয়টার্সের।
এক ব্রিফিংয়ে স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, আরব নেতাদের বৈঠকে আদতে কোনো ফলাফল আসেনি। গাজায় ইসরায়েলি তাণ্ডব বন্ধে কোনো কার্যকরী সিদ্ধান্তে আসতে পারেননি মধ্যপ্রাচ্যের নেতারা। পশ্চিমা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতেও আরব নেতারা ব্যর্থ। এই মুহূর্তে বক্তব্য বা বিবৃতির পরিবর্তে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বেশি জরুরি।
হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, আরব এবং ওআইসির নেতারা যে উদ্যোগ নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। তবে আমরা আশা করেছিলাম ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ওয়াশিংটনকে চাপ প্রয়োগ করবেন। অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে কড়াকড়ি আরোপের উদ্যোগ নেবেন। কিন্তু এসব কিছুই হয়নি। স্বান্তনার চেয়ে এখন কার্যকর পদক্ষেপ বেশি জরুরি।
এর আগে শনিবার রিয়াদে জরুরি বৈঠকে বসেন আরব লিগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার নেতারা। তবে সেখানে কার্যকর কোনো পদক্ষেপের পরিবর্তে আসে নিন্দা আর প্রতিবাদের বুলি। যা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে হামাস।
এসজেড/
Leave a reply