বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

|

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দেন। এর আওতায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে পঞ্চম দফার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

এদিকে, বিএনপি ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন ছিল আজ (১৩ নভেম্বর)। এর ফলে দিনের শুরুতে রাস্তায় যানবাহন তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা কিছুটা বেড়েছে।

কর্মদিবস হওয়ায় সকাল থেকে যানবাহন সংকটে পড়তে হয় অফিসগামী যাত্রীদের। শঙ্কা নিয়েই ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া, সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম রয়েছে। সকাল থেকে গাবতলী বাস স্ট্যান্ডসহ অন্যান্য স্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। নাশকতা প্রতিরোধে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

গতকাল রোববার রাজধানীতে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধে প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে, তেজগাঁও ও মিরপুর-১০ গোল চত্ত্বরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply