স্বাস্থ্য সেবায় গত ১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য সেবায় গত ১০ বছরে অনেক উন্নয়ন কাজ হয়েছে। গত ৫০ বছরের মধ্যে ৪০ বছরের চেয়ে ১০ বছরে বেশি উন্নয়ন কাজ হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, অবরোধের মাধ্যমে দেশের ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। মানুষকে মেরে-পুড়িয়ে কখনও ক্ষমতায় আসা যাবে না। এই বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, অবরোধের সময়ে বেশ কিছু লোক আহত হয়েছে। এর মধ্যে ৭ জন এখানে (শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে) চিকিৎসা নিচ্ছেন। তারা খেটে খাওয়া মানুষ। বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। বিরোধীরা নির্বাচনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply