আইসিসির ‘হল অব ফেমে’ ৩ কিংবদন্তি ক্রিকেটার

|

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন ইতিহাসের ৩ কিংবদন্তি ক্রিকেটার। অরবিন্দ ডি সিলভা, বীরেন্দর শেবাগ ও ডায়ানা এদুলজি এই গৌরব অর্জন করলেন।

অরবিন্দ ডি সিলভা ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। শ্রীলঙ্কার সোনালি প্রজন্মের এই তারকা খেলেছেন ৯৩ টেস্ট ও ৩০৮ ওয়ানডে।

২০১১ বিশ্বকাপজয়ী ভারতের বীরেন্দর শেবাগের আন্তর্জাতিক ক্যারিয়ারে রান ১৭ হাজারেরও বেশি। ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ২৫১ ওয়ানডে আর ১৯টি টি–টোয়েন্টি খেলেছেন শেবাগ।

অপরদিকে, ভারতের নারী ক্রিকেটে ডায়ানা এদুলজির অবদান অসামান্য। খেলেছেন ২০ টেস্ট আর ৩৪ ওয়ানডে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিনই আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে এই তিন ক্রিকেটারকে। এখন পর্যন্ত নারী ও পুরুষ মিলিয়ে ১১২ ক্রিকেটারকে ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply