দেশের প্রথম ‘বোনস লাইব্রেরী’ চালু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে ভিন্নধর্মী এই পাঠাগার। মেডিকেল শিক্ষক ও শিক্ষার্থীদের আশা, এই লাইব্রেরীর কারণে সহায়ক হবে হাড় নিয়ে গবেষণা ও জ্ঞানচর্চায়।
মাথার খুলির মূল্য ১০ হাজার টাকা। আর মানবদেহের পুরো একসেট হাড় কিনতে খরচ ৩৫ থেকে ৪০ হাজার টাকা। মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এসব অঙ্গপ্রত্যঙ্গ অপরিহার্য হলেও, এতো টাকায় তা কেনা দুস্কর।
আর তাই চট্টগ্রাম মেডিকেল কলেজে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম এবং ভিন্নধর্মী এই ‘বোনস লাইব্রেরী’। যেখানে শিক্ষার্থীরা এক কক্ষেই পাচ্ছেন মানবদেহের হাঁড় নিয়ে পড়াশোনার প্রয়োজনীয় উপকরণ। সেই সাথে মিলছে বইও।
পরিচয়পত্র দেখিয়ে এসব হাড় হোস্টেলে নিয়ে পড়ার সুযোগ রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য।
কলেজ কর্তৃপক্ষ ও দাতাদের সহায়তায় প্রায় ১৪ লাখ টাকা খরচে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত এই পাঠাগার, ৪০ জন শিক্ষার্থী একসাথে ব্যবহার করতে পারবেন।
যমুনা অনলাইন: এফএম
Leave a reply