সম্প্রতি দিওয়ালিতে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। গত রোববার (১২ নভেম্বর) মুক্তি পাওয়ার পর বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি। চলতি বছরে, জাওয়ানের সিনেমার পর আরেকটি ব্লকবাস্টার হতে চলেছে ‘টাইগার থ্রি’। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি মুক্তির পর তৃতীয় দিনে এসে বক্স অফিসের কালেকশন দাঁড়িয়েছে ১০০ কোটি রুপির বেশি। সমগ্র ভারতে প্রায় সাড়ে পাঁচ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’।
ভারতীয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি রোববার আয় করেছে ৪৫ কোটি রুপি। এরপর সোমবারে আয় করে ৫৮ কোটি রুপি। ফলে দুই দিনের মধ্যেই ১০০ কোটির বেশি আয় করতে সক্ষম হয় ‘টাইগার থ্রি’।
স্যাকনিল্ক আরও জানায়, সিনেমা হলগুলোতে ‘টাইগার থ্রি’র ৪৮ শতাংশ হিন্দি, ২৬ শতাংশ তেলেগু এবং ৩০ শতাংশ তামিল দর্শক ছিল।
সিনেমা বিশ্লেষকদের মতে, ‘টাইগার থ্রি’র দ্বিতীয় দিনের আয়ের পরিসংখ্যান, চলতি বছরের সবচেয়ে বড় হিট জওয়ানের দ্বিতীয় দিনের সংগ্রহের চেয়েও বেশি।
তবে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মাঝে। কেউ বলছেন, ‘টাইগার ৩’ জমজমাট। আবার কেউ বলছেন, ‘টাইগার থ্রি’ মানসম্মত হয়নি।
/এআই
Leave a reply