দীপাবলির পর দিল্লিতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ু দূষণ

|

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ুদূষণ। সোমবার (১৩ নভেম্বর) বায়ুর গুণমান সূচক একিউআইয়ের মাত্রা দাঁড়ায় ৩৫৮তে। উচ্চ দূষণের মাত্রার কারণে দিল্লি সরকার আতশবাজি নিষিদ্ধ করা সত্ত্বেও রোববার গভীর রাত পর্যন্ত পটকা ফাটিয়েছে শহরের লোকেরা। খবর বিবিসির।

ধোঁয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা। রাস্তায় গাড়ির সংখ্যা সীমিত করার পরিকল্পনা দিল্লি সরকারের। একিউআই সূচক সাড়ে চারশ’র ওপর উঠলেই কার্যকর হবে এ সিদ্ধান্ত।

একিউআই মাত্রা ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে মাঝারি মাত্রা ধরা হয়। আর বাতাসে দূষিত ক্ষুদ্রকণা ৩শ’ পার্টিকুলেট হলেই তা বিপজ্জনক ধরা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ভয়াবহ পরিস্থিতি’ এবং ৪০০-এর বেশি হলে ‘গুরুতর’ অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।

তবে দূষণ নিয়ে পরস্পরের দিকে অভিযোগের তীর ছুঁড়ছে কেন্দ্রীয় সরকার ও দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি।

মূলত প্রতি বছরের মতো এবারও দীপাবলি উৎসবের পর দূষণের মাত্রা বেড়েছে। দিল্লি প্রশাসনের দাবি, উত্তর প্রদেশ ও হরিয়ানায় আতশবাজি নিষিদ্ধ হলে এই পরিস্থিতি তৈরি হতো না।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply