ছবিতে ফিলিস্তিনের সমর্থনে বিশ্ববাসীর বিক্ষোভ

|

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে উত্তর স্পেনের পামপ্লোনায় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ করছে। ছবি: আল-জাজিরা।

আহাদুল ইসলাম

হামাস-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে উঠেছে প্রতিবাদের ঝড়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা কড়া নিন্দা করেছে। এছাড়াও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। খবর আল জাজিরা’র।

ইরাকের রাজধানী বাগদাদে একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে ইরাকিরা কাফনের কাপড়ে মৃতদেহের প্রতিকৃতি বহন করছে।
লন্ডনে ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইনে’ অংশ নেওয়ার সময় একজন বিক্ষোভকারী একটি প্ল্যাকার্ড ধারণ করেছে, যাতে ফিলিস্তিনের পতাকায় রক্তমাখা হাতের ছাপ দেখা যাচ্ছে।
জার্মানির বার্লিনের ক্রুজবার্গে একটি সমাবেশের সময় একজন নারী একটি মৃত শিশুর প্রতিকৃতি প্রদর্শন করে প্রতিবাদ জানাচ্ছেন।
বিক্ষোভকারীরা প্যারিসের ঐতিহ্যবাহী স্থান ‘প্লেস দে লা রিপাবলিক স্কোয়ার’এ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানায়।
প্যারিসের ‘প্লেস দে লা রিপাবলিক’র সামনে গাজায় নিহত সাংবাদিকদের নাম ও ছবি হাতে প্রতিবাদ জানাচ্ছে।
গাজার সহিংসতা বন্ধের আহ্বান প্লেস দে লা রিপাবলিক স্কোয়ারে ধ্বনিত হচ্ছে।
জার্মানির বার্লিনের ক্রুজবার্গে সমাবেশের সময় একজন বিক্ষোভকারী ‘প্যালেস্টাইন’ লেখা একটি স্কার্ফ নিয়ে প্রতিবাদ করছেন।
নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা একটি ট্রাকে আরোহণ করে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মিছিল করছে।
পাকিস্তানের করাচিতে ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে ধর্মীয় দল ‘দারুল উলূম আনোয়ার হাবিব’ আয়োজিত একটি সমাবেশে অংশ নিয়েছে স্কুলগামী শিক্ষার্থীরা।
স্কটল্যান্ডের এডিনবার্গের প্রিন্সেস স্ট্রিটে মিছিল করার আগে ‘ওয়েভারলি ব্রিজে’ ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সমাবেশে শিশুরা গান গায় এবং কবিতা আবৃত্তি করে।

হামাস-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে হয়েছে ৪ হাজার ২শ’ বিক্ষোভ-সমাবেশ। বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি জন্য আহ্বান জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply