বিশ্বকাপে ব্যর্থতায় বিসিবির তদন্তে কি বেরোবে প্রকৃত সত্য?

|

তাহমিদ অমিত:

বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতার আত্ম-অনুসন্ধানে কী করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? টিম ম্যানেজমেন্টের প্রতিবেদনের আগেই অবশ্য বিসিবিরই পরিচালক দলের ভেতরের গোপন তথ্য ফাঁস করছেন গণমাধ্যমে। এ নিয়ে অসহায় যেন বোর্ডেরই মিডিয়া কমিটি।

যেমনটা তারা জানতোই না বিশ্বকাপের আগে সাকিব-তামিমের বিস্ফোরক সাক্ষাৎকারের কথা। এ নিয়ে দুই ক্রিকেটার কোনো অনুমতি নেয়া হয়নি বলেই স্পষ্ট জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটু।

মূলত বাংলাদেশ ক্রিকেটে বড় ধাক্কাটা আসে কয়েক মাস আগেই। বিশ্বকাপের আগেই অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। কিন্তু এই ধাক্কা বুঝতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাই তো চব্বিশ ঘণ্টার মধ্যেই বুঝিয়ে ফিরিয়ে আনেন মিস্টার খানকে।

কিন্তু তামিম ইকবাল সংবাদ সম্মেলন তখন করবেন জেনেও কি করছিল ক্রিকেটারদের দেখভালের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি? ওইদিন সকালে চট্টগ্রামে তারা বসতে পারতেন তামিমের সাথে। দুপুর দেড়টায় ঘোষণার আগে যথেষ্ট সময়ও ছিল। প্রধানমন্ত্রী তার ব্যস্ততার মাঝেও তিনঘণ্টা সময় তামিমকে দিতে পারলেও ক্রিকেট অপারেশন্স পারেনি।

এমনকি তামিমমের অবসরের দিনে গভীর রাতে বিসিবি সভা করেছিল, সেটার কারণ ছিলেন জালাল ইউনুস। বিশ্বকাপের অধিনায়ক অবসর নিচ্ছেন, আর তিনি তখন ব্যক্তিগত কাজে ব্যস্ত।

আবার সেই ব্যক্তিই তামিমের খেলা নিয়ে গণমাধ্যমে এখন দিচ্ছেন নতুন নতুন তথ্য। অন্যদিকে বিসিবি এখনও টিম ম্যানেজমেন্টের রিপোর্টের অপেক্ষায়। যার কাছে রিপোর্ট জমা হবে সেই ব্যক্তিই যখন দলের ভেতরকার তথ্য বাহিরে দেন, তখন কোথায় রইলো পেশাদারিত্ব?

তানভীর আহমেদ টিটু বলেন, এ ধরনের তথ্যে জনগণ বিভ্রান্ত হয়। বিভ্রান্তের কারণে অনেক সময় অনেক কিছু তৈরি হয়। যেটার হয়তো সেভাবে বাস্তব অস্তিত্বই ছিল না কখনো। গণমাধ্যমের প্রতিও আমার সমসময় অনুরোধ ছিল, এগুলো যেন একটু দেখে।

বিসিবি অবশ্য অনেক জায়গাতেই অসহায়। এই যেমন তামিম যখন অবসর থেকে আবারও মাঠে ফেরার অপেক্ষায়, তখন কয়েকটি সাক্ষাৎকার দিয়েছিলেন। পরিস্থিতি যা ঘোলাটে করে। আর বিশ্বকাপে ঠিক যাবার আগে সাকিব দিয়েছিলেন বিস্ফোরক এক সাক্ষাৎকার। যা পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে বলে খোদ সাকিবই স্বীকার করেছেন। অথচ সাকিব-তামিম দু’জনই বিসিবির কেন্দ্রীয় চুক্তির অংশ।

এ নিয়ে তানভীর আহমেদ টিটুর কাছে জানতে চাওয়া হয়, ক্রিকেটাররা কখন গণমাধ্যমে কথা বলবেন আর বলবেন না, তা কি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? জবাবে বলেছেন, আমাদের অবশ্যই এ নিয়ে দেখার বিষয় ছিল, অবশ্যই দেখার বিষয় আছে। সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ— সিনিয়র ক্রিকেটারদের কথা যদি বলি তারা তো নতুন না। তারা তো তাদের চুক্তির বিষয়ে অবগত।

বিশ্বকাপের আগে সাকিবের দেয়া আলোচিত সাক্ষাৎকারটি কি অনুমতি নিয়ে দেয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান বলেন, ব্যক্তিগতভাবে আমি জানতাম না। সংবাদমাধ্যমে আমি প্রথম দেখতে পেয়েছি।

তাকে আরও প্রশ্ন করা হয়, সাকিবকে কি জিজ্ঞেস করেছিলেন, কেন এই সাক্ষাৎকার দিয়েছে? তানভীর আহমেদ টিটু বলেন, আমরা যখন এই সাক্ষাৎকার দেখেছি, ততক্ষণে দল বিশ্বকাপ খেলতে চলে গিয়েছে। যখন সিরিজ বা টুর্নামেন্ট চলে, তখন আমরা কেবল টুর্নামেন্টের দিকে মনোযোগ দিই। বাহ্যিক বিষয় নিয়ে আলাপ-আলোচনার সুযোগ থাকে না। এখন দেশে টিম এসেছে। এগুলো নিয়ে নিশ্চয় আলাপ-আলোচনা হবে।

সাকিব-তামিমকেই যারা বোঝাতে পারে না, সেই বোর্ড হাথুরুসিংহের স্বেচ্ছাচারিতা নিয়ে কঠোর হবে সেটা ভাবাটাই বোকামি। তাই তো এবারের বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্টের আলোর মুখ দেখা নিয়েও আছে শঙ্কা। যেমন এখনও জানা যায়নি ২০১৯ বিশ্বকাপের তদন্ত রিপোর্ট।

তানভীর আহমেদ টিটু বললেন, সাধারণত নিয়ম হচ্ছে, দল যখন আসে, তখন টিম ম্যানেজমেন্ট একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে বাকি সিদ্ধান্ত আমাদের নেয়ার কথা। সে অনুযায়ী কার্যক্রম চলছে।

এদিকে, বিশ্বকাটে ব্যর্থতার জেরে এরইমধ্যে ইংল্যান্ড ঢেলে সাজিয়েছে দল। পাকিস্তানে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক-কোচ, শ্রীলঙ্কাতে তো পরিবর্তনের ঝড়। বিসিবি তখন অপেক্ষায় লাল ফিতায় বন্দি থাকা এক রিপোর্টের জন্য।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply