২৪ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি ভূখণ্ডে ফের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। খবর আল জাজিরার।
হুতির দাবি, ইলাত শহরে একাধিক স্পর্শকাতর সেনা স্থাপনা টার্গেট করে একগুচ্ছ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে সংগঠনটির। একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করতেই এ পদক্ষেপ নিয়েছে তারা। আগামী দিনে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজেও হামলা চালানোর হুমকি দিয়েছে গোষ্ঠীটি। অবরুদ্ধ অঞ্চলটিতে আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা। এর আগের দিনই অঞ্চলটিতে ড্রোন হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি।
হুতি মুখপাত্র বলেন, ইসরায়েলি সেনাদের একাধিক স্থাপনায় সফলভাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আমাদের যোদ্ধারা। অভিযানের অংশ হিসেবে নাগালের মধ্য থাকা ইসরায়েলি জাহাজেও হামলা চালাতে দ্বিধা বোধ করবো না। ফিলিস্তিনি ভাইদের ওপর জুলুম বন্ধ না করা পর্যান্ত সামরিক অভিযান অব্যাহত রাখবো আমরা।
এসজেড/
Leave a reply