বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটায় ওয়াংখেড়েতে হবে ম্যাচটি, যে মাঠে ২০১১ বিশ্বকাপের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
বিশ্বকাপের চলতি আসরে ভারতই একমাত্র দল, যারা লিগ পর্যায়ের সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ভারতের বিশ্বকাপ ইতিহাসে টানা ম্যাচ জেতার রেকর্ড এটি। এবারের আসরে ফেভারিটের তালিকায় শুরুতেই ভারতের নাম ছিল। ৯টি ম্যাচের সবগুলো দাপটের সাথে জিতে সেটা প্রমাণ করেছে তারা। পরিচিত কন্ডিশনে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে আছে স্বাগতিকরা। এমনকি মানসিকতায়ও দারুণ অবস্থায় রোহিতের দল। তবে ‘মেন ইন ব্লু’দের টানা ম্যাচ খেলার ধকল আছে। তেমনি চাপও আছে খানিকটা। কারণ, গত দুই আসরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।
অন্যদিকে, গত দুটি বিশ্বকাপের রানারআপ হলেও এবার চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। প্রথম চারটি ম্যাচ টানা জেতে তারা। পরের চারটিতে হারার পর শেষ ম্যাচ জিতে শেষ দল হিসেবে শেষ চারে ওঠে কিউইরা। চোটের কারণে বিশ্বকাপের পুরোটা খেলতে পারেননি নিয়মিত দলনেতা কেন উইলিয়ামসন। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে খুশি তিনি। এবার তাদের সামনে সুযোগ টানা তৃতীয়বারের মতো ফাইনালে যাওয়ার। তেমন স্বপ্নই বুনছে কিউই দল।
ওয়ানডে বিশ্বকাপে ১০ বার মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে ভারতের জয় মাত্র ৪টিতে। বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৫টি। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ।
ওডিআইতে মোট ১১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে ভারতের জয় ৫৯টি এবং কিউইদের জয় ৫০টি। ১টি ম্যাচ হয়েছে টাই এবং ৭টি পরিত্যক্ত। এমন পরিসংখ্যান নিয়েই আজ ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড।
/এএম
Leave a reply