গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

|

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: আনাদুলু এজেন্সি।

মানবিক কারণ বিবেচনায় গাজা উপত্যকায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবারের (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে মহাসচিবের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন মুখপাত্র স্টিফেন দুজারিচ। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, মহাসচিব গাজা উপত্যকার হাসপাতালগুলোর ভয়াবহ পরিস্থিতি ও প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন। উপত্যকায় অবিলম্বে অস্তবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, মানবিক সমন্বয় বিভাগের দেয়া তথ্যে অনুযায়ী, উত্তর গাজা সিটিতে একটি ছাড়া সবকয়টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। হাসপাতাল কিংবা এর আশপাশে সামরিক অভিযান চালানোর সময় অবশ্যই, স্বাস্থ্যকর্মী, রোগী ও বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে, গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধে ইসরায়েলকে চাপ দেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি ইব্রাহিম খ্রাইসি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply