তফসিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আ. লীগ নেতারা

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বুধবার (১৫ নভেম্বর) সকালে তফসিল ঘোষণার দিনক্ষণ জানানোর পরে ইসির এ সিদ্ধান্তকে স্বাগত জানান তারা।

সকালে ইসি সচিব জানান, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। প্রতিবার রেকর্ড করা ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হলেও এবার সরাসরি ভাষণের মাধ্যমে তা দেয়া হবে।

তফসিল ঘোষণার খবরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। দলের সহযোগী সংগঠনও তফসিল ঘোষণার খবরে আনন্দ প্রকাশ করে।

দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, নৈরাজ্য প্রতিরোধে তারা মাঠে থাকবেন। পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে। বিএনপিসহ বিরোধীদের অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আওয়ামী লীগ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply