আরও উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত, সংঘাতে উভয় পক্ষ

|

ছবি: সংগৃহীত

হামলা-পাল্টা হামলায় আরও উত্তপ্ত হয়েছে লেবানন-ইসরায়েল সীমান্ত। মঙ্গলবারও (১৪ নভেম্বর) সংঘাতে জড়িয়েছে তেল আবিব ও হিজবুল্লাহ। খবর আনাদোলু এজেন্সির।

সম্প্রতি, হামলার মাত্রা বাড়িয়েছে উভয়পক্ষ। রণক্ষেত্রে লড়াইয়ের পাশাপাশি দু’পক্ষের মধ্যে চলছে কথার লড়াইও। প্রতিদিনই পরস্পরকে দিচ্ছে হুঁশিয়ারি।

এর আগে, সোমবার (১৩ নভেম্বর) ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে ২ জনের মৃত্যু হয়েছে। এখনও ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে ইসরায়েলের পুরোদমে যুদ্ধ শুরু না হলেও ক্রমেই বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, সর্বাত্মক হামলা শুরু করলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে।

জাতির উদ্দেশে দেয়া সাম্প্রতিক এক ভাষণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছিলেন, লেবাননে স্থল অভিযান চালালে ইসরায়েলে এমন হামলা করবে হিজবুল্লাহ, তাতে প্রস্তর যুগে ফিরে যাবে দেশটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply