নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী রিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী রনি মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এসময় তাকে ৩০ হাজার টাকা জরিমানারও আদেশ দেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রনি জেলার গুরুদাসপুরের পুরুলিয়া এলাকার হাবিল মোল্লার ছেলে।

পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান বলেন, ২০১২ সালে রনি মোল্লার সাথে রিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ টাকা যৌতুক প্রদান করা হলেও পরবর্তীতে আরও ২ লাখ টাকার জন্য বিভিন্ন সময়ে নির্যাতন করতেন রনি। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর আবারও টাকার জন্য চাপ দিলে তা আনতে অস্বীকার করেন রিনা। একপর্যায়ে রনি তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিনার মৃত্যু হয়।

পরবর্তীতে, নিহত রিনার পিতা মফিজ উদ্দিন বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করলে রনিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে পুলিশ।

/আরএইচ/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply