ইসরায়েলি কব্জায় চলে যাচ্ছে গাজা, তবে কি পিছু হঠছে হামাস?

|

সময় যতোই গড়াচ্ছে গাজার বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একের পর এক সুড়ঙ্গ আর অস্ত্রাগার ধ্বংস করা হচ্ছে। পাল্টা প্রতিরোধ গড়লেও উপত্যাকার বিভিন্ন স্থানে দুর্বল হচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান। ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, যেভাবেই হোক পুরো গাজার নিয়ন্ত্রণ নেয়া হবে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে কি পিছু হঠছে হামাস? খবর আল জাজিরার।

এরই মধ্যে ইসরায়েলি তাণ্ডবে কার্যত ধ্বংস্তুপে পরিণত হয়েছে গাজা। হামাসের ঘাঁটি আর সদস্যদের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন এলাকায়। সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের শনাক্ত করতে পারলেই চলছে মুহুর্মুহু হামলা চালানো হচ্ছে। সেই সাথে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্রও।

এরইমধ্যে গাজার কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী। ফলে প্রশ্ন উঠেছে হামাসের প্রতিরোধ নিয়েও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বলা হয়েছিল আমরা নাকি গাজায় প্রবেশ করতে পারবো না! অথচ আমরা সেটা করেছি। গাজার কেন্দ্রস্থলে পৌঁছেছি আমরা। একের পর এক হামাসের অস্ত্রাগার ধ্বংস করতে সক্ষম হয়েছি। গাজায় এমন কোনো স্থান নেই যেখানে আমাদের সেনারা প্রবেশ করেনি। যেভাবেই হোক আমরা হামাসকে নিশ্চিহ্ন করবোই।

ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর পর থেকেই হামাসের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। রকেট হামলায় এরইমধ্যে ধ্বংস হয়েছে বহু ট্যাংক এবং সাঁজোয়া যান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply