আল শিফায় দ্বিতীয় দিনের মতো চলছে ইসরায়েলি তাণ্ডব

|

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় দ্বিতীয় দিনের মতো চলছে ইসরায়েলের আগ্রাসি অভিযান। বুধবার (১৫ নভেম্বর) টানা ১৪ ঘণ্টা হাসপাতালের বিভিন্ন বিভাগে তাণ্ডব চালায় ইহুদি সেনারা। বৃহস্পতিবার ভোরে আবারও হাসপাতালটিতে প্রবেশ করে দখলদার বাহিনী। অবশ্য হাসপাতালের ভেতরে কী চলছে তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। খবর আল জাজিরার।

আল শিফার নিচে হামাসের সামরিক কমান্ড রয়েছে বলে অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই হাসপাতাল ঘিরে রেখে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার সরাসরি চত্বরে প্রবেশ করে ইহুদি সেনারা। হাসপাতালটির জরুরি বিভাগসহ একাধিক ভবনে ঢুকে পড়ে তারা। এক কক্ষ থেকে আরেক কক্ষে তল্লাশিও চালানো হয়।

এ সময় হাসপাতালটিতে থাকা রোগী ও স্বাস্থ্যকর্মীদের হামাসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে ইহুদি সেনারা। বুধবার রাতে একটি ভিডিও প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যেখানে হাসপাতালে ক্ষয়ক্ষতির চিত্র দেখান এক চিকিৎসক। তিনি জানান, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম না থাকায় ঝুঁকিতে বহু মানুষ। মৃত্যুর সাথে লড়ছেন আইসিইউ’র রোগীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply