আল-শিফা হাসপাতালে বিপুল অস্ত্র পাওয়ার দাবি ইসরায়েলের

|

আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়ে হামাসের অস্ত্র ও ব্যবহৃত সরঞ্জাম পাওয়ার দাবি করেছে ইসরায়েল। বুধবার (১৫ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেখানেই এই দাবি করে দখলদার বাহিনী। খবর আল জাজিরার।

বুধবার দিনব্যাপী অভিযানের পরই প্রকাশ করা হয় এই ভিডিও। এক ইহুদি সেনা কর্মকর্তা দাবি করেন, আল শিফা হাসপাতালের এমআরআই সেন্টারের একটি অংশে রয়েছেন তিনি। সেখানে প্রবেশের দরজাটি বিস্ফোরক নিরোধক। কয়েকটি কক্ষে ঘুরে ঘুরে একে ফর্টি সেভেন রাইফেল, গোলাবারুদ, গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্রও দেখান তিনি।

ওই কর্মকর্তার দাবি, এসব অস্ত্র ব্যবহার করতো হামাস। বুট, ইউনিফর্ম এবং ল্যাপটপসহ নানা প্রযুক্তির পণ্যও দেখান ওই ইহুদি সেনা। ভবনের নিরাপত্তা ক্যামেরাগুলো ঢেকে রাখা হয়েছে বলেও জানানো হয়।

এ সময় ব্যান্ডেজসহ কিছু চিকিৎসা সরঞ্জাম দেখিয়ে তিনি দাবি করেন, হাসপাতালে মেডিকেল সামগ্রীর আসলে কোনো অভাব নেই। ধীরে ধীরে আরও তথ্যপ্রমাণ তুলে ধরা হবে বলে জানায় আইডিএফ কর্তৃপক্ষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply