Site icon Jamuna Television

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘ডুব’

৯১ তম অস্কার আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ । আজ রোববার বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।

এর আগে বাংলাদেশ থেকে অস্কারে অংশ নেওয়ার জন্য দুটি সিনেমা জমা পড়ে। একটি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ এবং অন্যটি নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। সেখান থেকে ‘ডুব’ সিনেমাটি অস্কারে অংশগ্রহণে মনোনয়ন দেয়া হয়।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী তিশা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, গোলাম রাব্বানী বিপ্লব, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, শামীমা আক্তার প্রমুখ।

ফারুকী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা ও কলকাতার পার্ণো মিত্র প্রমুখ।

আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস।

Exit mobile version