গাজায় মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব পাস হলো জাতিসংঘে

|

গাজায় মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হলো জাতিসংঘে। ছবি: আল জাজিরা।

অবশেষে গাজায় মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হলো জাতিসংঘে। বুধবার নিরাপত্তা পরিষদে মাল্টার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২ সদস্য। বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সংস্থা এপি এ খবর জানায়।

এপি’র প্রতিবেদনে বলা হয়, ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে যথেষ্ঠ সময়ের জন্য অস্ত্রবিরতি কার্যকরের কথা বলা হয় প্রস্তাবে। এ সময় জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বানও জানানো হয়। তবে অবিলম্বে অস্ত্রবিরতি ইস্যুর উল্লেখ না থাকায় প্রস্তাবে সমর্থন দেয়নি রাশিয়া।

অন্যদিকে, হামাসের প্রতি নিন্দা না জানানোয় ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর এই নিয়ে ৫ম বারের মতো অস্ত্রবিরতি ইস্যুতে প্রস্তাব উঠলো নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে পাস হয়নি এর আগের মানবিক বিরতির প্রস্তাব।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply