আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের ঢুকে পড়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে। ইসরায়েলি পুলিশি পাহারায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফিলিস্তিনি ওয়াফা নিউজ এ তথ্য জানায়।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়, বহু বসতি স্থাপনকারী পৃথক দলে আল-আকসা মসজিদে প্রবেশ করে এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে। বিশেষকরে, ইহুদিরা আল-আকসা মসজিদের ‘ডোম অফ দ্য রক’র কাছে ‘তালমুদিক’ নামের ধর্মীয় অনুষ্ঠান পালন করে।
তবে হঠাৎ করে ইহুদিদের মসজিদের আঙিনা দিয়ে উস্কানিমূলক সফর পরিচালনা প্রসঙ্গে নিরব ইসরায়েলি পুলিশ।
/এআই
Leave a reply