ইসরায়েল একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’, ফুরিয়ে আসছে সময়: এরদোগান

|

অক্টোবরে আঙ্কারায় সংসদ সদস্যদের অভ্যর্থনা জানাচ্ছেন এরদোগান। ছবি: রয়টার্স

ইসরায়েলকে আবারও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার (১৫ নভেম্বর) এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।

তিনি বলেন, গাজায় বর্বরতা চালিয়ে যুদ্ধাপরাধ করছে তেলআবিব, ভঙ্গ করছে আন্তর্জাতিক আইন। এটিকে ‘মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক আক্রমণ’ হিসেবে সাব্যস্ত করেন তিনি। এসময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসীর কাছে এটি এখন পরিষ্কার, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা রয়েছে।

এরদোগান আরও বলেন, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কিনা, সাহস থাকলে নেতানিয়াহু তা ঘোষণা করুন। তাদের পতনের সময় ঘনিয়ে আসছে। আমরা গণহত্যার শিকার হচ্ছি। আমি পরিষ্কারভাবে সবার সামনে বলছি, ইসরায়েল একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’। জার্মানিতে গুরুত্বপূর্ণ এক সফরের আগে এসব কথা বলেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply