চীনে কয়লা কোম্পানির ভবনে আগুন, নিহত ২৬

|

চীনে একটি কয়লা কোম্পানির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। জানা গেছে, এ ঘটনার পর এখন পর্যন্ত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় চীনের উত্তরাঞ্চলের লুলিয়াং শহর ঘটে এ ঘটনা।

জানা গেছে, লুলিয়াং শহরের ইয়ংজু নামে একটি কয়লা কোম্পানির চারতলা ভবনে আগুন লাগে। এ সময় ওই ভবনে থাকা বহু মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

খবর পেয়ে সাথে সাথে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, সম্প্রতি চীনে একাধিক শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে, ভবনগুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা‌ই এর জন্য দায়ী। গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে আগুন লাগে। এতে প্রাণ হারান ২৯ জন। এছাড়া, গত অক্টোবরে একটি রেস্টুরেন্টে হওয়া ভয়াবহ বিস্ফোরণে নিহত হন ৩১ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply