গাজায় অস্ত্রিবিরতি ইস্যুতে যুক্তরাজ্যে আইনপ্রণেতারদের ভোটাভুটির মধ্যেই পার্লামেন্ট ভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোট চলাকালীন সময়ে পার্লামেন্টের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। এসময় তাদের সাথে ছিলো ফিলিস্তিনের পতাকা-প্লেকার্ড। গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
অস্ত্রবিরতি ইস্যুতে পার্লামেন্টে তোলা প্রস্তাবের পক্ষে এমপিদের ভোট দেয়ার আহ্বান জানানো হয়। যদিও বিক্ষোভকারীদের দাবি উপেক্ষা করেই অস্ত্রবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে হাউজ অব কমন্সের সংখ্যাগরিষ্ঠ সদস্য।
/এআই
Leave a reply