পালানোর কোনো জায়গা পাবে না হামাস: নেতানিয়াহু

|

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল।

পালানোর জায়গা পাবে না হামাস। গাজায় এমন কোনো স্থান নেই যেখানে পৌঁছাতে পারবে না ইহুদি সেনারা। বুধবার (১৫ নভেম্বর) এ হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের কাছ থেকে জিম্মি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের উদ্ধার ইস্যুতে অনেকটা কঠোর অবস্থানে রয়েছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস বলেছিলো গাজায় প্রবেশ করতে পারবে না আইডিএফ। আমরা পৌঁছে গেছি। বলেছিলো আল শিফায় যেতে পারবো না। সেখানেও ঢুকেছি।

নেতানিয়াহু আরও বলেন, একটা সহজ সাধারণ কথা হলো, লুকানোর বা আশ্রয় নেয়ার কোনো জায়গা পাবে না হামাস। আমাদের অভিযানের লক্ষ্য দুটি। হামাসকে ধ্বংস করা আর জিম্মিদের উদ্ধার করা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply