ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওয়াশিংটন সফরের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। রীতি না থাকায় সেই সূচি প্রকাশ করবে না সরকার।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
তিনি বলেন, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক চিঠির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে জানান।
সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশের কাছে গুমের স্থান সম্পর্কে জাতিসংঘ কোনো কিছু জানতে চায়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিদেশি কোনো রাষ্ট্র এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, নির্বাচনের ব্যাপারে বিদেশি কোনো রাষ্ট্রর সহায়তা চায়নি বাংলাদেশ।
আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকা সফর করবে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দল। আর শিগগিরই বাংলাদেশে আসবে ইইউ বিশেষজ্ঞ দল।
সেহেলী সাবরিন বলেন, ২০২২ থেকে ২০২৭ মেয়াদে ইউনেস্কো নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
/এমএন
Leave a reply