স্টাফ রিপোর্টার, নাটোর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার দেশে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের প্রথম ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ নাটোরে স্থাপিত হয়েছে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রশিক্ষণার্থীরা এখানে প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জন শুরু করেছে। ভবিষ্যতে দেশের বেকারত্ব দূরীকরণে প্রধান অবলম্বন হবে প্রযুক্তি খাত। ভবিষ্যতে নাটোর হবে প্রযুক্তির উত্তরাঞ্চলীয় হাব।
শনিবার বিকেলে নাটোর শহরের কান্দিভিটায় পরিত্যাক্ত পুরাতন কারাগারের ৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের নবনির্মিত ভবন উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।পরে তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপক হোসনে আরা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
Leave a reply