রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

|

বোরাক পরিবহনের একটি বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মাতুয়াইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে এ ঘটনা ঘটে।

বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ আনে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাকিব হাসান। গণমাধ্যমকে তিনি জানান, মাতুয়াইল বোরাক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

এর আগে, রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply