আল শিফা হাসপাতালে অস্ত্র বা কন্ট্রোল রুম থাকার অভিযোগ অস্বীকার হামাসের

|

আল শিফা হাসপাতালে অস্ত্র কিংবা কন্ট্রোল রুম থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) লেবাননের বৈরুতে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন হামাস প্রতিনিধি ওসামা হামদান। খবর আল জাজিরার।

ওসামা হামদান দাবি করেন, যেসব অস্ত্র দেখানো হচ্ছে, সেগুলো আল শিফা হাসপাতালে ছিল না। ওই হাসপাতালে হামাসের কোনো কন্ট্রোল রুমও নেই। তিনি বলেন, গাজার কোনো হাসপাতালই চিকিৎসা ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না।

তিনি আরও বলেন, এর আগে আল কুদস হাসপাতাল নিয়েও মিথ্যাচার করেছে ইসরায়েল। বিশ্ববাসী দেখছে, কীভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন নেতানিয়াহু।

কয়েকদিন অবরুদ্ধ করে রাখার পর বুধবার (১৫ নভেম্বর) থেকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির অভিযোগ, আল শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply