কিশোরগঞ্জে বাস চাপায় শিশুসহ দুইজন নিহত

|

কিশোরগঞ্জে বাস চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। এছাড়া সাভারে ট্রাক চাপায় পা হারিয়েছে এক পোশাক কর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি বাস ডাউকিয়া এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে শিশুসহ তিন আরোহী গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, রাস্তা পার হবার সময় সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় পোশাক কর্মী হাসিনা বেগমকে চাপা দেয় দ্রুত গতির একটি ট্রাক। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় তার ডান পা কেটে ফেলতে হয়। ডাইনামিক সোয়েটার কারখানায় কাজ করেন হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply