নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

|

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। ছবি: হিন্দুস্তান টাইমস।

তফসিল ঘোষণার পরও বাংলাদেশ নিয়ে দিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে বাগচি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেও বাংলাদেশ ইস্যুতে অবস্থান পরিবর্তন হয়নি ভারতের। আমরা এর আগেও বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি। এটি এমন একটি বিষয় যেখানে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আর বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জনগণই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে, এটাই স্বাভাবিক। আমরা আশা করছি, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এআই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply