ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজারি ক্লাবের সদস্য হলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।
রোববার আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে আফগানদের বিপক্ষে খেলতে নামার আগে ১৮৯ ওয়ানডেতে ছয় সেঞ্চুরি এবং ২৯টি ফিফটিতে মুশফিকের সংগ্রহ ছিল ৪ হাজার ৯৯৩ রান। এদিন আফগানিস্তানের বিপক্ষে ৭ রান করার মধ্য দিয়ে নতুন মাইল ফলক স্পর্শ করেন মুশফিক।
মুশফিক ছাড়াও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে ৫ হাজার রান করেছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের সংগ্রহ ১৮৩ ম্যাচে ৬ হাজার ৩০৭ রান। একদিনের ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম।
৫ হাজারি রানের ক্লাবে আছেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা এ অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে করেছেন ১৯১ ম্যাচে ৫ হাজার ৪৮২ রান।
শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, টেস্টেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলে পাঁচটি সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৬৯৯ রান সংগ্রহ করেছেন মুশফিক।
টেস্ট ক্রিকেটের রান সংগ্রহের দিক থেকে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। ৫৬ টেস্টে তামিমের সংগ্রহ আট সেঞ্চুরিতে ৪ হাজার ৪৯ রান। টেস্টে রান সংগ্রহের দিক থেকে দেশে দ্বিতীয় মুশফিক। ৩ হাজার ৬৯২ রান নিয়ে তিনে সাকিব।
Leave a reply