দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ: স্পেনে তীব্র বিক্ষোভ

|

দ্বিতীয় মেয়াদে পেদ্রো সানচেজকে প্রধানমন্ত্রী হিসেবে বহাল রাখার সিদ্ধান্তে ফুঁসে উঠেছে গোটা স্পেন। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পার্লামেন্টে হওয়া এই ভোটের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

স্পেনের রাজধানী মাদ্রিদের বিক্ষোভে যোগ দেন চার হাজারের বেশি মানুষ। টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নিয়ে পার্লামেন্টের এ ভোটের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। অবিলিম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পুলিশ-বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনাও ঘটেছে। এতে দু’পক্ষেরই আহতের ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। বেশ কিছু এলাকায় ব্যাপক ধরপাকড়ও চালানো হয়। সম্প্রতি পার্লামেন্ট সদস্যদের ভোটে বিজয়ী হয়েছেন সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ। ফলে আরও এক মেয়াদে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply