ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

|

ফাইল ছবি।

ফিলিপাইনে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত একজনের মৃত্যু ও অন্তত ১৮ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের দক্ষিণে এ ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুসারে ভূমিকম্পটির উত্তপত্তিস্থল মিন্দানাও দ্বীপের ৬০ কিলোমিটার (৩৭.৩ মাইল) গভীরে ছিল।

ভূমিকম্পের ফলে শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বাড়িঘর, বিপণি বিতান, পৌরসভা ভবন এবং জিমনেসিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply