ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে মেলার আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ ও ১৫ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেলায় ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মেলায় ইভিএমের মাধ্যমে ডেমো ভোট দেওয়ার সুযোগ থাকবে। তবে এ জন্য আগেই রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন অফিসার হুসাইন মো. আশিকুর রহমান।
তিনি জানান, ডেমো ভোট দেওয়ার জন্য www.nidw.gov.bd/evm এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ইভিএমে ভোট দিতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
ইভিএম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, কিভাবে এটার ব্যবহার হবে সেটা যদি না জানে, তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যাবে। সুতরাং আমাদের প্রয়োজন হবে যত তারাতারি সম্ভব ইভিএম কী, কী কী উপকারিতা— সেটা আপনাদের মাধ্যমে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালাতে হবে।
তিনি বলেন, যদি আইনগত ভিত্তি পায় তবে ইভিএম ব্যবহার করা হবে এবং যেই ইভিএম আছে সেটা যদি ব্যবহার উপযোগী হয়, কোনো ত্রুটি না থাকে কেবল তখনই ব্যবহার করা হবে। তবে ইভিএম ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের একটা স্বপ্ন আছে। সেটা বাস্তবতার নিরিখে।
সিইসি বলেন, আমি আবারও বলি ইভিএম নিয়ে আমাদের অবস্থান আমরা যতটুকু পারবো, সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে ততটুকু ব্যবহার করবো। অতিরিক্ত চাপিয়ে দেয়া বা অতিরিক্ত অবস্থানে আমরা যাবো না। এর দায়িত্ব নেবো না।
জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রত্যেকটিতে অন্তত একটি করে ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিতে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি ইভিএম মেলা আয়োজন সংক্রান্ত এক সভায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্দেশনা দেন।
উল্লেখ্য, তিন ধাপে ১ লাখ ৫০ হাজার ইভিএম কেনার জন্য ইতোমধ্যে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
Leave a reply