মালদ্বীপের ৮ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মোহাম্মদ মুইজ্জু

|

ছবি: এএফপি

মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মোহাম্মদ মুইজ্জু। নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি মুথাসিম আদনান। খবর এএফপি’র।

অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফও শপথ নেন। শুক্রবার (১৭ নভেম্বর) রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত গণ মজলিসের বিশেষ অধিবেশনে শপথ গ্রহণ করেন তারা। এ সময় মালদ্বীপে বিদেশি সেনাবহরের কোনো স্থান হবে না বলে আবারও স্পষ্ট জানিয়ে দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

দেশ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে উৎখাত করা হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply