আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজার পরিস্থিতি তুলে ধরায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন

|

ছবি: ওয়াফা নিউজ।

গাজায় যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৮ নভেম্বর) ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানায়।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কোমোরোস ও জিবুতি দেশগুলো রয়েছে এই তালিকায়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল গত ৭৫ বছর ধরে আন্তর্জাতিকভাবে দায়মুক্তি। এই অবস্থার অবসান হওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, বছরের পর বছর ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল যে নৃশংস অত্যাচার চালিয়ে আসছে, সেই জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের উচিত রোমান আইনের উপর ভিত্তি করে অপরাধগুলো কঠোরভাবে তদন্ত করা। বাংলাদেশসহ বাকি রাষ্ট্রগুলো থেকে আইসিসি’র কাছে যে রেফারেলটি পাঠানো হয়েছে, তা আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের অধীনে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোমান আইন অনুযায়ী নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত নিশ্চিত করা আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়িত্ব।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply