গাজায় অমানবিক হামলার নিন্দা জানাচ্ছি, এমনকি হামাসের হামলারও: মোদি

|

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

গাজার বেসামরিকদের ওপর ইসরাইলের অমানবিক হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দ্বিতীয় ভার্চুয়াল ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এ তিনি নিন্দা জানান। মোদি বলেন, ভারত সবসময় সন্ত্রাস ও সহিংসতার বিরোধিতা করে। এমনকি গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলারও।

তবে চলমান এই সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।

এসময় বেসামরিক নাগরিক নিহতের নিন্দা জানান মোদি। চলমান এই সংঘাত নিরসনে সংলাপকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। বলেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply