অধিনায়ক না হয়েও দলের নেতা হয়ে থাকবেন বাবর: শান মাসুদ

|

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় সমালোচিত হয়েছেন বাবর আজম। প্রশ্ন উঠেছে তার অধিনায়কত্ব নিয়ে। সমালোচনার মুখে নেতৃত্ব ছেড়েছেন ক’দিন আগেই। অধিনায়কত্ব ছাড়লেও মাঠে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বাবর।

এদিকে, নতুন অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অভিষেক হতে যাচ্ছে শান মাসুদের। টেস্ট দলকে সামনের দিকে এগিয়ে নিতে বাবর আজমের সহযোগিতা কামনা করেছেন তিনি।

শান মাসুদ বলেন, অধিনায়ক না হয়েও বাবর আজম আমাদের দলের নেতা হয়েই থাকছেন। তার অভিজ্ঞতা অনেক। চার বছর তিনি পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। তার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার মনে হয়, ভবিষ্যতেও তিনি এই দলটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।

এর আগে, টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে পিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান শান মাসুদ। বলেন, পাকিস্তান দলকে নেতৃত্বের সুযোগ করে দেয়ার জন্য আমি পিসিবির কাছে কৃতজ্ঞ। লাল বলের ক্রিকেটে চ্যালেঞ্জ থাকে বেশি। সকলের সহযোগিতায় দলকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা এমন একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, যেটা আমাদের পরিচয় হয়ে থাকবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply