আগুনে পুড়ে গেছে নানা বাড়ি, দেখতে গিয়ে নাতনির মৃত্যু

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ে নানার আগুন পুড়ে যাওয়া বাড়ি দেখতে এসে ট্রাকের ধাক্কায় মিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের ধামনাগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ধামনাগছ এলাকায় সৈয়দ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে সৈয়দের মেয়ে মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিসহ স্বজনরা তার বাড়িতে আসেন। নানার অবস্থা দেখতে এসেছিলো নাতনি মিমও। বাড়ি পুড়ে যাওয়ার পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিম।

এ বিষয়ে নানা সৈয়দ আলী বলেন, আমাকে দেখতে এসে নাতনিও সড়ক দুর্ঘটনায় মারা গেলো। একসাথে এতো কষ্ট নিয়ে কীভাবে থাকবো আমরা?

মিমের বাবা আবু বক্কর ছিদ্দিক বলেন, মেয়ের মৃত্যু মেনে নিতে পারছি না। সবাই আমার মেয়ে ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সৈয়দ আলীর নাতনির মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী। তিনি দুই পরিবারকে আর্থিক সহায়তা, বস্ত্র ও শুকনো খাবার তুলে দেন। সৈয়দ আলী যেন আবারও তার ঘরে উঠতে পারেন সে ব্যবস্থার আশ্বাস দেন ইউএনও।

এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply