এয়ারপোর্টে সবসময়ই শুনতে হয়েছে আমাকে বিশ্বকাপ জিততে হবে: রোহিত

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুর্দান্ত ফর্মে থাকা ভারত। চলতি আসরে টানা ১০ জয়ে টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত দল রোহিত শর্মারা। তাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের চাওয়ার পরিমাণটাও উচ্চ পর্যায়ের। চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা। সমর্থকদের চাওয়া পাওয়ার কথা অকপটে স্বীকার করেছেন ভারতীয় দলপতি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের মতে, এয়ারপোর্টে সবসময়ই শুনতে হয়েছে আমাকে বিশ্বকাপ জিততে হবে।

ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ২০১১ সালে। নিজেদের মাঠে অনুষ্ঠিত সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এক যুগ পেরিয়ে আবারও হাতছানি দিচ্ছে শিরোপা। চেনা কন্ডিশন, চেনা মাঠের বিচারে ফাইনালে অস্ট্রেলিয়ার চেয়ে একধাপ এগিয়েই আছে তারা।

প্রত্যাশার চাপ নিয়ে রোহিত ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বকাপ জিতলে ভালোই লাগবে। কারণ এর জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা রোমাঞ্চিত হতে চাই না, খুব বেশি চাপও অনুভব করতে চাই না। এয়ারপোর্টে সবসময়ই শুনতে হয়েছে আমাকে বিশ্বকাপ জিততে হবে। একে ২০০ রান করতে হবে, ওকে পাঁচ উইকেট নিতে হবে। তাই এমন কথা সবসময়ই কানে বাজে। আমি দেখেছি যে কয়েকজন এর থেকে নিজেকে দূরে রাখতে কানে হেডফোন ব্যবহার করে। তবে এখন পর্যন্ত আমরা আমাদের যাত্রাটা উপভোগ করেছি, কেবল শেষ কাজটা বাকি।

ফাইনাল ম্যাচের প্রসঙ্গে রোহিত বলেন, বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ রোজ আসে না। আমি ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তাই আমার কাছে এটাই সবচেয়ে বড় উপলক্ষ হবে। আমি অধিনায়ক হওয়ার পর থেকে এই দিনটির জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। অধিনায়ক ও কোচের মধ্যে প্রচুর আলোচনার পর সবার ভূমিকা স্পষ্ট করে দিয়েছি। এই মঞ্চে পৌঁছানোর পেছনে এর গুরুত্ব বিশাল। মাইন্ডসেট ধরে রাখতে আমরা এখন পর্যন্ত নিজেদের সেরা চেষ্টাটা করেছি। আশা করি কালও করব।

ফাইনালের প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়াকে নিয়ে রোহিত বলেন, অস্ট্রেলিয়ার শেষ আট ম্যাচের আটটিই জিতেছে। তারা ভালো ক্রিকেটে খেলেছে এবং দুই দলই ফাইনাল খেলার যোগ্য। আমরা জানি, অস্ট্রেলিয়া কী করতে পারে। তারা খুবই পরিপূর্ণ দল। নিজেরা কী করতে পারি, সেদিকে মনোযোগ দিতে চাই। নিজেদের ক্রিকেট ও পরিকল্পনার কথা না ভেবে, তারা কেমন ফর্মে আছে সেটা নিয়ে চিন্তা করতে চাই না আমরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply