গাজায় হামলা বন্ধে ইসরায়েলে বিক্ষোভ

|

ছবি: বিক্ষোভ সমাবেশের সময় প্ল্যাকার্ড বহন করেন অংশগ্রহনকারীরা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ ও সমাবেশ করেছে একটি রাজনৈতিক দল। বিক্ষোভ থেকে তারা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান।

শনিবার (১৮ নভেম্বর) এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হাদাস পার্টি। বামপন্থী সংগঠনটির বেশির ভাগ সদস্যই আরব জনগোষ্ঠীর। গাজায় ইসরায়েলি হামলার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন। ইসরায়েলে প্রথমবারের মতো কোনো সংগঠন এমন সমাবেশ করার অনুমতি পেয়েছে। খবর আল জাজিরার।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে ওইদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করছেন শান্তিকামী মানুষ।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply