গাজা উপত্যকার সব অংশেই চলছে ইসরায়েলের হামলা

|

ইসরায়েলের আগ্রাসনে সর্বস্ব হারিয়ে দিশেহারা ফিলিস্তিনিরা। ছবি: আল জাজিরা।

গাজা উপত্যকার সব অংশেই চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। হামাসের বিরুদ্ধে অভিযানের কথা বলা হলেও টার্গেট হয়েছে আবাসিক ভবন ও শরণার্থী শিবির। রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় হামাসের অর্ধ শতাধিক আস্তানায় হামলা করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। ধ্বংস করা হয়েছে কমান্ড সেন্টার ও রকেট লঞ্চিং ব্যবস্থা। রাতভর শোনা যায় বোমার আওয়াজ।

এদিকে, খান ইউনিসে হামলার শিকার বহুতল ভবনের একাধিক অ্যাপার্টমেন্ট। আগ্রাসনে প্রাণ গেছে ২৬ জনের। আহত আরও ২৩ জন।

খান ইউনিস থেকে কয়েক মাইল উত্তরে দেইর আল বালাহ শহরে, আবাসিক ভবনে হামলায় মৃত্যু হয়েছে আরও ছয় জনের। এছাড়াও, খান ইউনিসের পশ্চিমে একটি আবাসিক ভবনে বোমার আঘাতে প্রাণ হারিয়েছে ১৫ জন।

তবে জাবালিয়ায় হামাস যোদ্ধাদের সন্ধানে অভিযান জোরদারের কথা স্বীকার করলেও, হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব।

এর আগে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার ৩শ’। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ২ হাজারের বেশি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply