পশ্চিমাদের কোনো পদক্ষেপেই রক্ষা নেই ইসরায়েলের, হুঁশিয়ারি ইরানের রিভোলিউশনারি গার্ডসের

|

তেহরানের রাস্তায় একজন ইরানী ব্যক্তি গাজায় নিহত শিশুদের মৃতদেহের প্রতীকী কাফনে ফুল দিচ্ছেন। ছবি: জেরুজালেম পোস্ট।

পশ্চিমাদের কোনো পদক্ষেপই ইহুদিদের রক্ষা করতে পারবে না। এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করলেন ইরানের রিভোলিউশনারি গার্ডসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার হোসেইন সালামি। রোববার (১৯ নভেম্বর) ভয়েস অফ অ্যামেরিকা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রুহানি সরকারের ডাকে শনিবার তেহরানে বিশাল সমাবেশে যোগ দেয় হাজার-হাজার মানুষ। গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা। অবিলম্বে অস্ত্রবিরতির পক্ষে দেন শ্লোগান।

আইআরজিসির কমান্ডার হোসেইন সালামি বলেন, আজ বিশ্ব আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যেকোনো সময়ের চেয়ে আমেরিকা আজ বিচ্ছিন্ন এক দেশ। রাজনৈতিকভাবে এটা তাদের পরাজয়। আর সমর্থনকারী পশ্চিমারা বিশেষকরে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বড় ধরণের নৈতিক পরাজয় দেখছে।

জমায়েতে অংশ নিয়ে সামরিক কমান্ডার সালামি আরও বলেন, গাজায় আগ্রাসনকারী ইসরায়েলের পরিণতি হবে ধ্বংস। চলমান যুদ্ধে পরাজিত হবে তেল আবিব। আর তাদের সমর্থন দেয়ায় পতন হবে যুক্তরাষ্ট্রেরও। মার্কিন সরকারের বিরুদ্ধে ঘৃণা বিশ্বজুড়ে ছড়িয়েছে বলেও দাবি করেন সালামি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply