ফাইনালের মহারণে টস হেরে ব্যাটিংয়ে ভারত

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের মহারণ আজ। ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আহমেদাবাদে মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও টুর্নামেন্টের অপ্রতিরোধ্য দল ভারত। যেখানে, টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সেই একাদশ নিয়েই আজ খেলছে অজিরা। একাদশে পরিবর্তন আনেনি ভারতও।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের মহারণে প্রায় ১ লাখ ৩২ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে দুই জায়ান্টের মধ্যকার ফাইনাল দিয়ে। অস্ট্রেলিয়ার ঘরে ষষ্ঠ নাকি ভারতের হাতে উঠবে তৃতীয় শিরোপা জবাব মিলবে আজই।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে রোহিত শর্মার ভারত। প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহরা। নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে সবশেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।

অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া। সময় যত গড়িয়েছে নিজেদের চেনা রুপে ধরা দিয়েছেন ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেডরা। সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে অজিরা। নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে সবশেষ ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুরিয়া কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply