জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, নির্বাচনে অংশগ্রহণের জন্য দল এরইমধ্যে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।
রওশন এরশাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। আধা ঘণ্টারও বেশি সময় বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে প্রতিনিধি দলটি।
পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাঁ গণমাধ্যমকে জানান, কোনো বিশেষ কারণে নয়, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করতেই বঙ্গভবনে গিয়েছেন রওশন এরশাদ। তবে তাদের মধ্যে অবাধ, সুষ্ঠু ও শন্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।
এসজেড/
Leave a reply