স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় থেমে থাকা দুরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) দুপুরে ওই এলাকার শিববাড়ি-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের দেয়া আগুনে একমাত্র আয়ের অবলম্বন বাসটি পুড়ে যাওয়ায় মালিক দেলোয়ার হোসেন দেলু ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।
দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায়। দেলু শহীদ বরকত সরণি এলাকায় ভাড়া থাকেন।
তুরাগ পরিবহন নামের বাসটি ঢাকা-শেরপুর রুটে চলাচল করে। বাসের মালিক দেলু নিজেই গাড়িটি চালাতেন। তিনি ট্রিপ শেষে প্রতিদিনই গাড়িটি তার বাড়ির কাছে সড়কের পাশে রাখতেন। অন্যদিনের মতো রোববার ভোরে একই স্থানে গাড়িটি রেখে বাড়ি যান। দুপুরে গাড়িটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
সাগর আরও জানান, দেলু তার শেষ সম্বল, ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি কিনেছে। প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। গাড়িতে অগ্নিকাণ্ডের খবর শুনে বাড়ি থেকে দৌঁড়ে গাড়ির কাছে যান তিনি। এ সময় গাড়িটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
গাজীপুরের বাসন থানার ওসি মো. আবু ছিদ্দিক বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এনকে
Leave a reply